দি বাংলা টাইমস রিপোর্টারঃ নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুরের দেলপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযানে হেরোইনসহ এক সুন্দরী নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১১। ২৮জুলাই বুধবার গণমাধ্যমে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে র্যাব-১১। বিজ্ঞাপ্তিতে জানান- ধৃতের নাম পিংকি আক্তার (২২) এবং গ্রেফতারকালে তার কাছে থেকে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।
এ ব্যপারে ধৃতের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। র্যাব আরো জানায়, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেফতারকৃত নারী মাদক কারবারির বর্তমান বাড়ি মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বালাশুর বাগানবাড়ী এলাকায়। সে দীর্ঘদিন ধরে ফতুল্লাসহ আশপাশের এলাকায় অভিনব পন্থায় নিষিদ্ধ মাদকদ্রব্য হেরোইন ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।