শ্রীনগর, মুন্সীগঞ্জ, প্রতিনিধিঃ মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ আব্দুল মোমেনের নির্দেশনায় শ্রীনগর থানা পুলিশের উদ্দ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী সম্পূন্ন করা করা হয়েছে। শুক্রবার(১৯জুুুন) সকাল সাড়ে ১০ টার দিকে শ্রীনগর থানা প্রাঙ্গণে শ্রীনগর থানা অফিসার ইনচার্জ মোঃ হেদায়েতুল ইসলাম ভূঞার সভাপতিত্বে এই বৃক্ষ রোপন কর্মসুচী সম্পূন্ন করা হয়।এতে উপস্থিত ছিলেন, শ্রীনগর থানার ওসি(তদন্ত) মোঃ হেলাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক নিশাত সিকদার, সিনিয়র সহ-সভাপতি শেখ মোঃ সেলিম, থানার পুলিশ সদস্যসহ প্রমুখ।
এ সময় শ্রীনগর থানা অফিসার ইনচার্জ মোঃ হেদায়েতুল ইসলাম ভূঞার বলেন, দেশে যে পরিমান বনায়ন থাকা প্রয়োজন সে তুলনায় বনায়নের পরিমাণ খুবই কম। এ জন্যই দেশে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতির পরিমাণ অনেক বেশী। তাই আমি থানা প্রাঙ্গনে থাকা প্রায় ৫০ শতাংশ জায়গার মধ্যে ফলজ বনজ ও ঔষধী গাছের প্রায় আড়াইশ শত গাছ লাগানোর উদ্দ্যোগ গ্রহন করেছি। এক সময় হয়তো আমি এখানে থাকবো না। কিন্তু আমার লাগানো গাছের ফল খেয়ে মানুুষ আমাকে দুআ করবে।