মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ ঢাকা জেলা পরিষদের উদ্যোগে মুন্সিগঞ্জের দোহারে দুস্থ্যদের মাঝে সেলাই মেশিন বিতরন করা হয়েছে।
শনিবার (১৩ই জুন) বেলা ১১টার দিকি দোহারে নারিশা কবি নজরুল বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ১ শত দুস্থ্য প্রশিক্ষণ প্রাপ্ত নারীদের মাঝে এ সেলাই মেশিন বিতরন করা হয়।
দোহার উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আক্তার রিবার সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ মাহবুবুর রহমান।তিনি তার ব্যক্তব্যে বলেন, ইতি পূর্বে আমরা ঢাকা জেলায় প্রায় ২২ হাজার পরিবারে মাঝে খাদ্যসামগ্রী ও ৫ শতাদিক দুস্থ্য নারী দের মাঝে বিতরণ করেছি। আমাদের এ কার্যক্রম অব্যহত থাকবে। এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ঢাকা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, ঢাকা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শারজাহান মোল্লা, দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যতি বিশ্বাস প্রমুখ।