টঙ্গীবাড়ী(মুন্সীগঞ্জ)প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার সুবিধা বঞ্চিত ৫শত পরিবারের মাঝে চাউল বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ১১টায় যশলং ইউনিয়ন আনন্দ বাজার চাপ গ্রামে হারুন-উর-রশিদের বাড়িতে এ চাউল বিতরণ করা হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আথলীগ সভাপতি আলহাজ্ব জগলুল হালদার ভুতুর উদ্যোগে হারুন-উর-রশিদের নিজস্ব অর্থায়নে সুবিধা বঞ্চিত এই পরিবার গুলোর মাঝে এ চাউল বিতরণ করা হয়। এ সময় অসহায় হতদরিদ্র প্রত্যেক পরিবারকে ২০ কেজি করে চাউল দেয়া হয়। চাউল বিতরণের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব জগলুল হালদার ভুতু। আরও উপস্থিত ছিলেন- মকবুল হালদার, বাবু হালদার, মো: কামাল, মো: জুয়েল, মো: সাহিন প্রমুখ।
Tags টঙ্গীবাড়ীতে সুবিধা বঞ্চিত ৫শত পরিবারের মধ্য চাউল বিতরণ
Check Also
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে রুপান্তরিত হয়েছে ….নওগাঁয় তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. …