আতিকুর রহমান: আইচ্ছা এমন যদি হইতো দুনিয়ায় কোন ছোড বড় নাই আমরা হক্কলেই সমান, তাইলে কি তুমি আমারে ভালোবাসতা, মৃনাক্ষী? নাকি তহন জাত-ধর্ম, সাদা-কালোর দোহাই দিয়া আমারে ঠিকই ফিরাইয়া দিতা? আইচ্ছা ধর যদি এমন হইতো ভালোবাসার কোন বয়স নাই কোন জাত-ধর্ম নাই কোন সাদাকালো নাই,
তাইলে কি তুমি আমার ভালোবাসতা, মৃনাক্ষী? নাকি তখন সুক-দুক্ষ, ঘড়-সোংসারের দোহাই দিয়া আবারো ফিরাইয়া দিতা? আইচ্ছা ধর যদি এমন হইতো দুনিয়ায় সুখ বইল্লা কিছুই নাই আছে খালি দুক্ষ আর দুক্ষ তোমার আর আমার একখান দুক্ষের সোংসার হইতো, আমগোর দুক্ষের সোংসারখান আমরা সারা জীবন দুক্ষ ভালোবাইসাই কাটাইয়া দিতাম, তাইলে কি তুমি আমারে ভালোবাসতা,মৃনাক্ষী?
নাকি তহনো সুখ পাইবার আসায় অন্যকারো হাত ধইরা চইলা যাইতা?
আইচ্ছা মৃনাক্ষী তুমি কি কইতে পারো ভালোবাসা কত্ত বড়? ভালোবাসার কি কোন শ্যাষ নাই? নাইলে তুমি চইল্লা গ্যালা কত্তগুলা বচ্ছর হইয়া গ্যালো আর আমার ভালোবাসা এহনো শ্যাষ হইলো না।আমি এহনো তোমারে ভালোবাসি মৃনাক্ষী, এহনো তোমারেই ভালোবাসি।
