মোঃমোজাম্মেল হোসাইন: করোনায় মোকাবেলায় সহায়তা হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ১০ কেজি চাউল ১হাজার ৫শ পরিবারের মাঝে বিতরণ শুরু করে রামগড় পৌরসভা।
শনিবার (৬ই জুন) খাগড়াছড়ি জেলার রামগড় পৌরসভায় ষষ্ঠ দফায় জিআর প্রকল্পের চাল বিতরণের উদ্বোধন করেন রামগড় পৌরসভার মেয়র মোহাম্মদ শাহজাহান কাজী রিপন। আজ শনিবার সামাজিক দূরত্ব বজায় রেখে ৩শ পরিবারের মাঝে চাল বিতরণ করেন পৌর মেয়র ।চাল বিতরণের সময় সবাইকে লাইনে দাঁড়িয়ে রামগড় পৌরসভায় স্থাপিত জীবাণুনাশক টানেলের ভিতর দিয়ে পৌরসভায় প্রবেশ করানো হয়।ষষ্ঠ দফায় পৌর এলাকার ১৫ শত দরিদ্র পরিবারের মাঝে এ চাল বিতরণ করা হবে বলে জানান পৌরমেয়র।
এসময় উপস্থিত ছিলেন রামগড় পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর বিষ্ণু কুমার দত্ত, রামগড় পৌরসভার মহিলা কাউন্সিলর আনোয়ারা বেগম পৌরসভার কর্মচারী, কর্মকর্তা , ও স্থানীয় সাংবাদিক বৃন্দ।