সামসুদ্দিন তুহিন,টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে মঙ্গলবার সকালে ঢাকা-দিঘিরপাড় সড়কের পুরা বাজার এলাকায় গাছ ভর্তি ট্রাকসহ বেইলী ব্রীজ ভেঙ্গে পড়েছে। এতে দিঘিরপাড় ও আশপাশের এলাকার সাথে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। প্রত্যক্ষদর্শী পুরা গ্রামের বাসিন্দা রুবেল জানান, দিঘিরপাড় মজিবুর সর্দারের গাছের গুড়ি ভর্তি একটা ট্রাক ব্রীজ অতিক্রম করার সময় ব্রীজ ভেঙ্গে খাদে পড়ে যায়,তবে ড্রাইভার ও হেলপার অক্ষতবস্থায় উঠে আসতে সক্ষম হয়েছে। ট্রাকসহ ব্রীজটি এখনও খাদে পড়ে আছে। লোকজন এখন ট্রলারে করে পার হচ্ছে। কিন্তু গুরুত্বপূর্ণ এ সড়কটিতে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় দিঘিরপাড় ও এর আশপাশ ছাড়াও শরিয়তপুর জেলার বেশ কিছু এলাকার সাথে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে এলাকার মানুষের যোগাযোগের ক্ষেত্রে নানারকম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ হাসিনা আক্তার জানান, ট্রাকটি খাদ থেকে উদ্ধার করে সড়কটি সচল করার চেষ্টা চলছে। টঙ্গীবাড়ী থানার ওসি শাহ মো. আওলাদ হোসেন পিপিএম জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আছি, ট্রাকটি দ্রুত উদ্ধার এবং সড়কটি সচল করার জন্য চেষ্টা করা হচ্ছে, এটি সড়ক ও জনপথের সেতু। তাদের বলা হয়েছে,তবে এটি চালু করা সময় সাপেক্ষ ব্যাপার,তবে লোকজনের কোন ক্ষয়ক্ষতি হয়নি।
