মোঃমোজাম্মেল হোসাইন, রামগড় প্রতিনিধি:খাগড়াছড়ির রামগড়ে আরো একজন করনা রোগী শনাক্ত হয়েছে।
গত ২৮শে মে রামগড় নিউরন ডাইগোনেষ্টিক এর পরিচালক ও রামগড় যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান মোঃ আফসার হোসেন করোনা পরীক্ষার জন্য চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে নমুনা পাঠালে আজ ১লা জুন তার রিপোর্ট এ করোনা প্রজেটিভ ধরা পড়ে।
তাকে তার নিজ বাড়ি জগন্নাথপাড়ায় আইসোলেশানে রাখা হয়েছে।
রামগড় উপজেলার সহকারী কমিশনার( ভূমি )ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব কান্তি রুদ্র জানান, আফসার হোসেন কে তার বাড়িতে আইসোলেশন রেখে পুরো বাড়িটি লকডাউন করা হয়েছে এবং তার ব্যবসায় প্রতিষ্ঠানের কর্মচারীসহ সকলকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
গত ২৮শে মে রামগড় নিউরন ডাইগোনেষ্টিক এর পরিচালক ও রামগড় যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান মোঃ আফসার হোসেন করোনা পরীক্ষার জন্য চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে নমুনা পাঠালে আজ ১লা জুন তার রিপোর্ট এ করোনা প্রজেটিভ ধরা পড়ে।
তাকে তার নিজ বাড়ি জগন্নাথপাড়ায় আইসোলেশানে রাখা হয়েছে।
রামগড় উপজেলার সহকারী কমিশনার( ভূমি )ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব কান্তি রুদ্র জানান, আফসার হোসেন কে তার বাড়িতে আইসোলেশন রেখে পুরো বাড়িটি লকডাউন করা হয়েছে এবং তার ব্যবসায় প্রতিষ্ঠানের কর্মচারীসহ সকলকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
রামগড় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জিনাত রেহানা জানান, করোনা প্রজেটিভ অফসার হোসেন কে তার নিজ বাড়িতে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার প্রতিষ্ঠান নিউরন ডায়াগনস্টিক সেন্টারসহ তার সংস্পর্শে আসা আরো বিশ জনের রক্তের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
প্রসংঙ্গত,গত ১৮ই মে করোনা রিপোর্টে রামগড় হাসপাতালের
এক টেকনোলজিষ্টের দেহে প্রথম করোনা ভাইরাস পজিটিভ আসে।পরবর্তীতে তার করোনা ভাইরাস রিপোর্ট নেগেটিভ হয়।