শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জ শ্রীনগরে রাড়িখালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশে ও ইউনিয়ন আওয়ামী যুবলীগের উদ্যোগে ২০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। রবিবার বেলা ১২ টা সময় কবুতরখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে এই ঈদ উপহার বিতরণ করা হয়।রাড়িখাল ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সৈকত খানে ব্যবস্থাপনায় আরও উপস্থিত ছিলেন শেখ মোহাম্মদ মাতিন, শেখ মোঃ মৃদুল, মোঃ আবু বক্ক্র কাড়াল, মাহিম কারাল, রানা কন, রিদয় খান ও শেখ মোঃ রাজিবসহ আরও অনেক। উপহার হিসেবে ছিল সেমাই, চিঠি, পোলাও চাল, তেল, লবণ ইত্যাদি।
Tags শ্রীনগরে যুবলীগের উদ্যোগে থেকে ২০০ পরিবারের মাঝে ঈদ উপহার
Check Also
অশ্লীলতার চরম পর্যায়ে বিপাশা কবির
বিপা চৌধুরী – মিরপুর প্রতিনিধি: একসময় বাংলা চলচ্চিত্রের অশ্লীল নায়িকা হিসেবে খ্যাত ছিলেন মুনমুন, ময়ূরী। কিন্তু …