শ্রীনগর(মুন্সীগঞ্জ)প্রতিনিধিঃ করোনা ভাইরাস (কোভিট-১৯) মহামারীতে শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোসাৎ রহিমা আক্তার ব্যক্তিগত উদ্দ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরন করা হয়েছে। ২৪মে রবিবার বেলা ১১টায় উপজেলা চত্বরে উপজেলার ১৪টি ইউনিয়নের ১শত ১৬জন অসহায় ও অসচ্ছল গ্রাম পুলিশদের মাঝে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন। প্রত্যেক গ্রাম পুলিশ পরিবারকে তিনি পোলার চাল, দুধ, লাচ্ছা ও চিকন সেমাই, চিনি সম্বলিত প্যাকেটসহ একটি করে মুরগী প্রদান করেন। দেশে করোনা ভাইরাস প্রার্দুভাবের শুরুতেই তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তার ধারাকে অব্যাহত রাখার নিমিত্তে শ্রীনগর উপজেলায় সরকারী সকল অনুদান অসহায় অসচ্ছল কর্মহীন মানুষের মাঝে সুষম বন্টনের মাধ্যমে বিতরন করে আসছেন।
এ সময় তিনি উপজেলার সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বলেন, আমরা অবশ্যই সরকারী স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব মেনে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবো। সেই সাথে নিজে সচেতন থাকবো এবং আশপাশের সবাইকে সচেতন করবো।