মোঃমোজাম্মেল হোসাইন,রামগড় প্রতিনিধি, খাগড়াছড়ি।
খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলাধীন চাষি নগর গ্রামের আমিন মিয়ার ছেলে মানসিক ভারসাম্যহীন মোঃ হাসান (১৮) গত ১৩ ই মে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। শারীরিক তার উচ্চতা আনুমানিক ৫ ফুট ৩ ইঞ্চি। নিখোঁজের সময় তার পরনে ছিল সাদা শার্ট ও কালো রংয়ের জিন্স পেন্ট। এ ব্যপারে তার বড় ভাই মোঃ ফয়সাল রামগড় থানায় ১৬ /৫/২০২০ একটি সাধারণ ডায়েরি ( নং৭১২৬) রুজু করেন।
কোন সহৃদয়বান ব্যক্তি মানসিক ভারসাম্যহীন নিখোঁজ এ কিশোরের সন্ধান পেলে দ্রুত তার বড় ভাই মোঃ ফয়সাল, মোবাইল নম্বর ০১৫৫৩০০৫৮৮২ অথবা রামগড় থানার মোবাইল নম্বর ০১৭৫৫৫৫১১৪৯ তে জানানোর জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হচ্ছে।
