শ্রীনগর(মুন্সীগঞ্জ)প্রতিনিধিঃ বহুরূপে সম্মুখে তোমারে ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর? জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর” জীবের আতœারূপে ¯্রষ্টা জীবের মধ্যে অবস্থান করেন। তাই জীবের সেবা করলেই ¯্রষ্টার সেবা করা হয়। বস্তত জীবের প্রতি আন্তরিক না হয়ে ¯্রষ্টার নৈকট্য লাভ করা যায় না। সৃষ্টিকে ভালবাসার মাধ্যমে কেবল ¯্রষ্টার সান্নিদ্য লাভ করা যায় এমনটাই মনে লালন করেন। আর এই বিশ্বাসেই করোনা ভাইরাসের কোভিট-১৯) মহামারী থেকে শ্রীনগর উপজেলাবাসীকে সর্তক, সচেতন ও সার্বিক সহযোগী করার উদ্দেশে প্রধানন্ত্রীর দিক নির্দেশনায় মানুষগুলোকে নিরাপদ ও সুরক্ষা রাখতে নিজের তেমন একটা রক্ষা সামগ্রী ছাড়াই কাজ করে যাচ্ছেন শ্রীনগর উপজেলা বাসীর প্রান পুরুষ উপজেলা চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুন । তিনি উপজেলার সর্বস্তরের মানুষগুলোকে নিজের পরিবারের একেক জন সদস্য মনে করেন। মহামারী আকার ধারন করা করোনা ভাইরাস সর্ম্পকে এই পরিবারের প্রত্যেকটা সদস্যকে সচেতন ও সর্তক করতে সবাইকে ঘরে থাকার অনুরোধ করেন এবং বলেন আপনারা ঘরে থাকুন সুস্থ্য থাকুন নিরাপত্তার জন্য আল্লাহ রহমতে উছিলা হিসেবে আমি আপনাদের পাশেই আছি। উপজেলার প্রতিটি মানুষকে নিরাপদ ও সুস্থ রাখতে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন উপজেলার আপামোর জনতার এ নেতা মসিউর রহমান মামুন। উপজেলা বাসীর সেবায় যেন এক অন্যন্য দৃষ্টান্ত তিনি। ভাল করেই জানেন এ ভাইরাসে তিনি নিজেও আক্রান্ত হতে পারেন, তবুুুুও সে নিজের জীবনের বিন্দুমাত্র মায়া না করে উপজেলার প্রত্যেকটি প্রত্যান্ত অঞ্চলের গ্রামে ছুটে চলছেন বিরতিহীনভাবে। তিনি ত্রাণ তদারকী থেকে শুরু করে আড়িয়াল বিলের পাকা ধান কাটা নিয়ে বিপাকে পড়া কৃষকদের ধান কেটে ঘরে তুলার জন্য শ্রমিক সংকটে বিষয়টি তিনি মোকাবেলা করে সমাধান করেন। তিনি ভাল ভাবেই জানেন এই মহামারী রুখতে না পারলে নিয়ন্ত্রনে সরকারকে হিমশিম খেতে হবে। এজন্যই তিনি মানব সেবা থেকে এক পলকের জন্যেও নিজেকে সরিয়ে রাখতে পারছেন না। দলীয় কোন বড় পদ পদাধিকার না থাকলেও তিনি উপজেলাবাসীর কাছে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন জননেতা মসিউর রহমান মামুন। দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি নিজে মরনব্যাধি এ ভাইরাস সংক্রমন প্রতিরোধে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দেশে লকডাউনে থাকা গৃহবন্দী অভুক্ত অসহায় প্রায় ১০ হাজার পরিবারের বাড়ী বাড়ী গিয়ে মানবিক সহায়তার খাদ্য সামগ্রী পৌছে দিয়েছে এবং বিতরণ অব্যাহত রেখেছেন। লোক লজ্জার ভয়ে অনেক কেউ তার কাছে সাহায্যে চেয়ে ফোন করলে সাথে সাথেই তিনি ঐ অসহায় পরিবারটির বাড়ীতে খাদ্য সামগ্রী পৌছে দিতে একটুও দেরি করেনি। তাই উপজেলাবাসী এ জনদরদী নেতা মসিউর রহমান মামুনকে তাদের প্রাণ পুরুষ হিসেবে মনে করে। এ দর্ুুযেযাগের মুহুর্তে কেউ তার কাছে আসতে একটু দেরি করেন না। তাছাড়া লকডাউনে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ করোনা ভাইরাস সম্পর্কে মানুষকে সচেতন ও সর্তক করতে বারং বারং হ্যান্ড ওয়াশ ও সাবান দিয়ে হাত ধুয়া, জরুরী প্রয়োজনে বাহিরে বের হলে মাস্ক ব্যবহার করাসহ বিভিন্ন সর্তকতা মুলক নির্দেশনা দিয়েই যাচ্ছেন এ জনবান্ধব নেতা। তিনি মনে করেন মানুষকে সবারই সাহায্যে করা কর্তব্য। কেননা মানুষের সেবা করলেই প্রকারান্তের স্রষ্টার সেবা করা হয়। মানুষের প্রতি যত্ববান হলে বা ভালবাসলে সৃষ্টিকর্তার প্রতি ভালবাসা প্রদর্শন করা হয়। তিনি বলেন মানবতার পাশে সকলের দাড়ানো কর্তব্য, প্রত্যেকেই যদি স্ব-স্ব অবস্থান থেকে মানবতার জন্য এগিয়ে আসে তাহলে এ বিশ্ব হতো ভালবাসায় পরিপূর্ন। সবাইকে মানুুষের পাশের দাড়ানোর জন্য আহবান জানান তিনি। সেই সাথে তিনি উপজেলাবাসীকে বলেন আপনারা ঘরে থাকুন নিরাপদ ও সুস্থ্য থাকুন। আমি মসিউর রহমান মামুন আপনাদের সেবায় সব সময় আপনাদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ।
