সামসুদ্দিন তুহিন,টঙ্গীবাড়ী(মুন্সীগঞ্জ)প্রতিনিধি: করোনা ভাইরাসের কারনে লকডাউন করা হয়েছে টঙ্গীবাড়ী উপজেলাসহ মুন্সীগঞ্জ জেলা। ১মাস ২২দিন যাবত মানুষ করোনার প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে নিজ গৃহে অবস্থান করছে।এই দুঃসময়ে থেমে গেছে জনজীবন ও সকল কার্যক্রম,চরম অসুবিধার মাঝে জীবন যাপন করছে মধ্যবিত্ত নি¤œমধ্যবিত্ত ও দরিদ্র পরিবারের লোকজন।অতি কষ্টে জীবন যাপন করলেও কাউকে কিছু বলতে পাড়ছেনা লোক লজ্জায়,নিজেদের কষ্টগুলো নিজেদের মধ্যেই চেপে রাখে তারা।সেই সমস্ত পরিবারের কথা ভেবে দেশের ক্লান্তি লগ্নে টঙ্গীবাড়ী উপজেলার আউটশাহী ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক ও বিএনপি রাজনীতিবিদ মোঃ মফিজুল ইসলাম খান তার নিজস্ব অর্থায়নে ৪শটি পরিবারের মধ্যে চাল বিতরণ ও ১শটি পরিবারের মাঝে নগদ ৫শত টাকা করে প্রদান করেছেন।
শনিবার (১৬মে)সকাল সাড়ে ৯টা সময় আউটশাহী তার নিজ বাড়ীর সামনে থেকে ৪০০জনের মধ্যে ১০কেজি করে চাল ও ১০০ জনকে নগদ ৫শত করে টাকা প্রদান করেন তিনি । এসময় মফিজুল ইসলাম খান ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন আঃ জব্বার মেম্বার,সাংবাদিক সামসুদ্দিন তুহিন, বঙ্গ টিভি স্টাফ রিপোর্টার আনিছুর রহমান, ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন,যুবদল কর্মী মিন্টু সরদার,যুবদল কর্মী দিদার খান,আব্দুল বারেক শেখ ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
