শ্রীনগর(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ করোনা ভাইরাস কোভিট-১৯) মহামারীতে শ্রীনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক নিশাত সিকদার নিজস্ব উদ্দ্যোগে দলীয় নেতাকর্মীদের নিয়ে উপজেলার শ্যামসিদ্দি ইউনিয়নের খাদ্য সামগ্রী বিতরন করেছেন। করোনা ভাইরাস প্রার্দুভাবের শুরুতেই তিনি দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তার ধারাকে অব্যাহত রাখার নিমিত্তে বাংলাদেশে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে ১৪মে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে শ্যামিসিদ্দি ইউনিয়নের কয়েকটি ওয়ার্ডের ১৮টি অসহায় পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরন করেন। প্রত্যেক অসহায় পরিবারকে তিনি চাল, ডাল, আলু, পেয়াজ ও ভোজ্য তেল সম্বলিত খাদ্য সামগ্রী বিতরণ করেন এবং তিনি বলেছেন করোনা মহামারী অবস্থানকাল পর্যন্ত এ ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রাখবেন।
এ সময় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি শেখ সেলিম, সদস্য আকতার হোসেন আকাশ, জাহিদুল ইসলাম জাহিদ, শ্রীনগর সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মহসীন, অভিসহ অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ।
