শ্রীনগর(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ শ্রীনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক নিশাত সিকদার ফোন পেয়ে দুইটি ইউনিয়নে ব্যাক্তি উদ্দ্যোগে ত্রান বিতরণ করেন। অসহায় পরিবারকে ফোন পেয়ে ১২ এপ্রিল মঙ্গলবার বেলা ১১টার দিকে ত্রান নিয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মোঃ জাহিদুল ইসলাম জাহিদ ও আক্তার হোসেনের মাধ্যমে উপজেলার শ্রীনগর ও পাটাভোগ ইউনিয়নের ২০টি অসহায় পরিবারের বাড়ীতে গিয়ে এ ত্রান বিতরন করেন। দেশে করোনা ভাইরাসের(কোভিট-১৯) প্রার্দুভাবের শুরুতেই তিনি মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে মানবিক সহায়তায় উপজেলার ১৪ টি ইউনিয়নের অসহায় গরীব দুঃখী খেটে খাওয়া দিনমজুর পরিবারের মাঝে প্রতিনিয়ত ত্রান বিতরণ করে আসছেন। ফোন পেয়েও আজও অসহায়দের বাড়ীতে গিয়েও চাল, ডাল, আলু, পেয়াজ ও ভোজ্য তেল সম্বলিত ত্রান বিতরণ করেন এবং এ ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন।
