শ্রীনগর(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ-শ্রীনগর উপজেলার সড়ক ও জনপথের বীরতারা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মজিদপুর দয়হাটার ভূইচিত্র গ্রামের কেসি রোড সংলগ্ন সড়ক ও জনপথের খালের মাটি লুপাটের অভিযোগ পাওয়া গেছে। করোনার কারণে যখন সব কিছু বন্ধ এই সুযোগে সরকারী বিধি নিষেধ অমান্য করে ভূইচিত্র গ্রামের মৃত কাশেম খানের ছেলে আহাদ আলী খান ভুইচিত্র মৌজার সড়ক ও জনপথের খালের মাটি ভেক্যু দিয়ে কেটে লুপাট করছে দিন রাত। হাঁসাড়া, সিংপাড়া, জেড ৮২০৩ সড়কের পাশের খালটি দখলদারেরা ভরাট করেছে দেখার কেউ নেই। এতে সড়ক ও জনপদের খালের সর্বনাশ হচ্ছে। ফলে পানি পাচ্ছে না কৃষক, কমছে আবাদি জমির পরিমাণ। কার্যকরী ব্যবস্থা না নেয়ায় সংশ্লিষ্ট প্রশাসনকে দায়ী করেছেন এলাকার ভুক্তভোগী সচেতন লোকজন। পাওয়ার র্টিলার ও র্টাক্টরে করে মাটি কেটে আনার সময় কোটি কোটি টাকার নির্মিত পাকা সড়কগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। একটু বৃষ্টি হলেই কাঁদা পানিতে সড়কগুলো পিচ্ছিল হয়ে যায়। দুর্ঘটনায় পতিত হয় অনেক যানবাহন। শিশুসহ আহত নিহতের ঘটনাও ঘটেছে অনেক। মাটি কেটে র্টাক্টরে করে পরিবহনের কারণে পাকা সড়কগুলোতে কারপেটিং ওঠে গেছে, নানা খানাখন্দক, ছোটবড় গর্ত হয়ে এবং ভেঙে পাশ ধসে গেছে। এতে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। কমছে না ভোগান্তি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মরন মিস্ত্রীর ছেলে নরা মন্ডল তার সাথে রয়েছে রহমান শিকদার, ইজ্জত আলী হালদারের ছেলে কথা কথায় প্রধানমন্ত্রীর নাম ভাঙ্গায় ডাঃ সিরাজ, হাসাড়া গ্রামের রাজু, ইউনুছের ছেলে ও অলিভা ট্রেড ইন্টারন্যাশনাল লিঃ ও এর অলিভা অটো রাইস মালিক অহিদুূল, পূর্ব হাসাড়ার নজরুল ইসলাম, জান্নাত ডেইরী ফার্মের মালিক রিয়াদ, ভূইচিত্র গ্রামের জাহাঙ্গীর মাস্টার, চালতীপাড়ার মহি, জোড় ব্রীজের দেলোয়ার, হাসান ইমাম, স্বপন, বাসার, আব্দুলসহ অনেকে খালটি ভরাট করেছে।
এ ব্যাপারে শ্রীনগর সড়ক ও জনপদ উপ-সহকারী প্রকৌশলী সৈয়দ আলম জানান, আমরা প্রতিনিধি পাটাইতেছি। দেখে ব্যবস্থা নেওয়া হবে।