শ্রীনগর(মুন্সীগঞ্জ) সংবাদদাতাঃ মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সৌজন্যে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ৩ এপ্রিল দুপুুুর ১২টায় শ্রীনগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সামনে থেকে সংগঠনটির শ্রীনগর উপজেলার আহবায়ক ও বাংলাদেশ মহিলা আওয়ামী-লীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মেহ্জাবিন আলী এ উপহার সামগ্রী বিতরন করেন। উপজেলার ১৪টি ইউনিয়নে নোভেল করোনা মহামারীতে লকডাউনে থাকা ২৮টি অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আলু ও পেয়াজ সম্বলিত উপহার সামগ্রীর প্যাকেট দেয়া হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, শ্রীনগর উপজেলা নিবার্হী অফিসার মোসাৎ রহিমা আক্তার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড মুন্সিগঞ্জ জেলা সদস্য সচিব শামীম হাওলাদার, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ হেদায়তুল ইসলাম ভূঞা, ওসি(তদন্ত) মোঃ হেলাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধার আনোয়ার হোসেন, গাজী আঃ মজিদ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড উপজেলা কমিটি সদস্য আল-মাসুদ, হুমায়ুন কবিরসহ প্রমুখ।