শ্রীনগর(মুন্সীগঞ্জ)সংবাদদাতা: “কৃষক বাচলে বাচবে দেশ, গরবো মোরা বাংলাদেশ” শ্রীনগরে কোলাপাড়া যুব সমাজ স্বেচ্ছাসেবক টিম কৃষকদের পাশে। কোলাপাড়ার যুব সমাজ স্বেচ্ছাসেবক টিম নিজ এলাকার কৃষকের ধান কাটে দিলেন। কোলাপাড়া কৃষক মোঃ ফরিদ মিয়া খুশি। ২৯ এপ্রিল কোলাপাড়া যুব সমাজ স্বেচ্ছাসেবক টিমের উদ্যোগে এলাকার কিছু অটো চালকদের সাথে নিয়ে ধান কেটে দিলেন।
