তাজুল ইসলাম রাকীবঃ কোভিড-১৯ করোনা ভাইরাসের প্রভাবে বিপর্যস্ত খিদিরপাড়া ইউনিয়নের প্রায় দুইশো পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। আজ মঙ্গলবার খেতেরপাড়া বাস স্ট্যান্ড থেকে স্থানীয় খিদিরপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরিফুজ্জামন লাভলু হাওলাদার, মুন্সীগঞ্জ জেলা তাঁতীদলের সহ-সভাপতি মুরাদ হাসান টিটু, লৌহজং উপজেলা যুবদল নেতা আলী হোসেন, খিদিরপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ সোহেলের নেতৃত্বে
এ্যাডঃ আব্দুস সালাম আজাদের পক্ষে অসহায় ও নিম্নবিত্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়। এই প্রসঙ্গে তিনি বলেন ” মহামারি করোনা ভাইরাসের কারনে দেশে একটি ভয়াবহ ক্রান্তিকাল অবস্থা চলছে,অসহায় দুস্হ ও মধ্যবিত্ত পরিবার গুলোর মধ্য অর্থনৈতিক বিপর্যয় নেমে এসেছে,ইতিমধ্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নির্দেশে বিএনপির নেতাকর্মীরা সারা দেশে অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন তারই ধারাবাহিতায় আমি ও আমার এলাকার দলীয় নেতাকর্মীরা যার যার সাধ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রেখে যাওয়া দল বিএনপি বিগত দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জনগনের সকল দুর্যোগ দুঃসময়ে অতীতেও যেমন ছিলো বর্তমানেও তারা জনগনের পাশে আছে,আমিও আশা করবো দেশের বিত্তবানরা যার যার সাধ্য অনুযায়ী এই দুর্যোগে অসহায় মানুষের পাশে থাকবে।
উক্ত খাদ্য সামগ্রী বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাঁওদিয়া ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক মোঃ মনজিল হোসেন ,খিদিরপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক মোঃ মিজান শেখ
খিদিরপাড়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মিনার হোসেন, খিদিরপাড়া ইউনিয়ন যুবদল নেতা অভি শেখ,ইউনিয়ন ছাত্রদল নেতা ইশতিয়াক আহমেদ আরিফ,রায়হান দেওয়ান,ইমদাদুল ইসলাম ইমন,আসাদুল,ইলিয়াস সহ প্রমুখ।