শ্রীনগর(মুন্সীগঞ্জ)প্রতিনিধিঃ পবিত্র মাহেরমজানকে সামনে রেখে মুসলিম পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছেন হাঁসাড়া ইউনিয়নের কৃতি সন্তান আওয়ামিলীগ নেতা মোঃ জসিম উদ্দিন মুকুল। ২৫০ পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেন। চাল,তেল,ছোলা, ডাল,পিয়াজ, চিনি ও খেজুর সহ ইত্যাদি। বিতরণ কালে উপস্থিত ছিলেন মোঃ বাছের খালাসি, মোরসালিন মোল্লা, সুমন মোল্লা, ছাত্র লীগের নেতা আসাদুল ইসলাম লিয়ন প্রমূখ। একান্ত আলাপ চারিতায় জসিম উদ্দিন মুকুল বলেন আমার পরিবারের অনেক সদস্য প্রবাসে আছেন তাদের জন্য আমি এলাকাবাসীর কাছে দোওয়া চাই এবং মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার আহবানে ও মানবিক কারণে আমি দুস্হ্য,অসহায় ও গরীব মানুষের পাশে দাঁড়িয়েছি। আমি নিজেকে আজীবন মানবতার সেবায় নিয়জিত রাকতে চাই।
Tags শ্রীনগরে হাঁসাড়ায় জসিম উদ্দিন খালাসির ইফতার সামগ্রী বিতরণ
Check Also
আসন্ন রাড়িখাল ইউপি নিবার্চনে চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন প্রত্যাশী বারী খান (বারেক)
মোহাম্মদ জাকির লস্কর : মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার রাড়িখাল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন …