শ্রীরগর(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ গত ১৬ এপ্রিল বৃহস্পতিবার ত্রাণ মেম্বারের বাড়ীতে ফেরত দেয়ার ভিডিও ভাইরাল হওয়া সেই কুতুব উদ্দিনকে অর্থ সহায়তা ও ত্রাণের ব্যবস্হা করলো শ্রীনগর প্রেস ক্লাবের তিন জন সাংবাদিক। ২৩ এপ্রিল দুপুর ১টা দিকে প্রেস ক্লাবের তিন সদস্য আঃ কাইয়ুম, হামিদুল ইসলাম স্বপন, জাকির লস্কর সরে জমিনে বাঘড়া ইউনিয়নের ১নং ওযার্ডের মাঘডাল গ্রামের বাড়ীতে গিয়ে নিজেরা নগদ অর্থ প্রদান করে ও স্হানীয় ইউপি চেয়ারম্যান এবং ইউপি সদস্যের মাধ্যমে ত্রাণ সহায়তা প্রদান করে। কুতুব উদ্দিন ঐ গ্রামের মৃত আঃ খালেক পাগলের ছেলে। সে রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করে। ইউপি সদস্যর বাড়ীতে ত্রাণ ফেরত দিতে গিয়ে মনের আক্ষেপে অসহায় কুতুব উদ্দিন কিছু কথা বললে সেই ভিডিওটা ভাইরাল হয় এবং ভিডিওটা প্রায় তিন লক্ষের অধিক ভিও হয়।