মোঃমোজাম্মেল হোসাইন,খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় আজ রবিবার সকাল সাড়ে এগারটায় রামগড় উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে২০১৯-২০অর্থ বছরের খরিফ১/২০২০-২১ মৌসুমী প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কার্বারী।
এসময় রামগড় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে কৃষক প্রতি ৫ কেজি উফশী আউশ ধানের বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি রাসায়নিক সার বিনামূল্যে প্রদান করা হয়।
বীজ ও সার বিতরনের সময় রামগড় উপজেলা কৃষি কর্মকর্তা নাসির উদ্দিন বলেন, এই কর্মসূচির আওতায় আমরা পর্যায়ক্রমে রামগড় পৌরসভাসহ রামগড় সদর, পাতাছড়া ও হাফছড়ি ইউনিয়নের ৪৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে সহায়তা দেয়ার পরিকল্পনা গ্রহণ করেছি।
এ সময় আরো উপস্থিত ছিলেন রামগড় উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আনোয়ার ফারুক, উপজেলা কৃষি কর্মকর্তা নাসির উদ্দিন, রামগড় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আলী আহমেদ, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ সানাউল্লাহসহ সংশ্লিষ্ট উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
