Related Articles
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জনাব ওহাব দেওয়ান (৬২), পিতা: মৃত. মঙ্গল দেওয়ান, গ্রাম ও পোস্ট: কনকসার, লৌহজং গত ০৬/০৪/২০২০ খ্রি. তারিখে ঢাকাতে মারা যান।
মারা যাওয়ার কয়েকদিন আগে তিনি নিজ গ্রামের বাড়ি কনকসারে ত্রাণসামগ্রী বিতরণ করতে আসেন এবং রাত্রিযাপন করেন। এজন্য তার সংস্পর্শে আসা ০৭ টি পরিবারকে লকডাউন করা হয়েছে।
এছাড়াও নাগেরহাট গ্রামের বাসিন্দা হাজী হারুন বেপারী (৬৫), পিতা: হাজী জলিল বেপারী গত ০৩/০৪/২০২০ খ্রি. তারিখ ঢাকাতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যায়। পরবর্তীতে আইইডিসিআর থেকে তার নমুনা সংগ্রহ পূর্বক পরীক্ষা করে দেখা যায় তিনি করোনা ভাইরাসে আক্রান্ত।
তার লাশ সাতঘড়িয়া কবরস্থানে দাফন করা হয়। এসময় মৃত্যুব্যক্তির গোসল করানো ব্যক্তিসহ আরও ০৩ টি পরিবারকে এবং সাতঘড়িয়া কবরস্থান মসজিদটি লকডাউন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জনাব মোঃ ওসমান গণি তালুকদার, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, লৌহজং, মুন্সীগঞ্জ
জনাব ডাঃ শামীম আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা, লৌহজং
জনাব সেলিম রেজা, পুলিশ পরিদর্শক (তদন্ত), লৌহজং থানাসহ চেয়ারম্যান, কনকসার ইউনিয়ন পরিষদ, লৌহজং।