টঙ্গীবাড়ী মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ বুধবার সকাল ১০টা সময় মুন্সীগঞ্জ জেলার টংগিবাড়ী উপজেলাধীন কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শিমুলিয়া কান্দিরপাড়া এলাকায় নিরাপদ সড়ক চাই টঙ্গীবাড়ী উপজেলা শাখা’র সহ-সভাপতি ওয়াহিদ মালের নিজ অর্থায়নে তার নিজ বাড়ী থেকে করোনাভাইরাসের এই দুর্যোগ মুহূর্তে মানবতার কল্যাণে অসহায় মানুষের কথা ভেবে ১৫০টি পরিবারের মধ্যে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রব মাল, নিরাপদ সড়ক চাই সংগঠনের টংগিবাড়ী উপজেলা শাখা’র সভাপতি এম জামাল হোসেন মন্ডল, কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়ন আনসার ভিডিপির কমান্ডার মোঃ জালাল মাল, কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়ন পরিষদ ৪নং ওয়ার্ডের সদস্য মোঃ সরিফ হোসেন প্রমূখ।
