মোঃমোজাম্মেল হোসাইন,খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় করোনা পরিস্থিতে শ্রমজীবি ঘর বন্দি মানুেষর বাড়ি বাড়ি সরকারি ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার কার্যক্রম অব্যাহত রয়েছে।
ত্রান সহায়তার পঞ্চম দিন আজ সামাজিক নিরাপত্তা বজায় রেখে উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের সাথে নিয়ে রামগড় উপজেলার১ নং রামগড় ও২ নং পাতাছড়া ইউনিয়নের বিভিন্ন দুর্গম এলাকায় এ পর্যন্ত প এক হাজার তিনশ জন কর্মহীন হতদরিদ্র নিন্মআয়ের মানুষের মাঝে সরকারের বরাদ্দকৃত চাল,ডাল,আলু, তৈল,লবন, ত্রাণ সামগ্রী পৌঁছে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আ,ন,ম বদরুদ্দোজা।
এসময় আরও উপস্থিত ছিলেনরামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কার্বারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজিব কান্তি রুদ্র, উপজেলা কৃষি অফিসার নাসির উদ্দিন চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাউছার আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আজিজুর রহমান আঞ্জুম, ফায়ার সার্ভিস কর্মকর্তা ডলার ত্রিপুরা, উপজেলা আইসিটি কর্মকর্তা রেহান উদ্দিন, ১নং ইউপি চেয়ারম্যান শাহ আলম মজুমদার ও ২নং ইউপি চেয়ারম্যান মনিন্দ্র ত্রিপুরা।
ত্রান সহায়তা দেওয়ার সময় রামগড় উপজেলা নির্বাহী অফিসার আ,ন,মম বদরোদ্দোজা সাংবাদিকদের বলেন, করোনার পরিস্থিতি স্বাভাবিক না হওয়ার পর্যন্ত এ সহায়তা কার্যক্রম অব্যহত চলবে।
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কার্বারী বলেন,করোনা দূর্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ জনগণের প্রাপ্য। আমরা সরকারি নির্দেশনা মেনে জনগণের নিকট এ ত্রান সমূহ সুষম বণ্টন নিশ্চিত করতে আপ্রাণ চেষ্টা করছি। বর্তমান পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এ ত্রান সহায়তা দেওয়া হবে।