সামসুদ্দিন তুহিন: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ইজিবাইকের চাপায় স্কুল ছাত্র জীবন (৯) নিহত হয়েছে। শনিবার বিকাল ৫টায় উপজেলার কুন্ডের বাজার সড়কে এ দূর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত জীবনকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার কামরুল হাসান তাকে মৃত ঘোষণা করেন। জীবন বেতকা ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের সুমন দেওয়ানে ছেলে। সে দ্বীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীর ছাত্র।
এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) গোলাম রসুল মোল্লা জানান, সড়ক দূর্ঘটনায় জীবন নামে এক স্কুল ছাত্র সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে তবে নিহতের পরিবার কোন অভিযোগ করেনি।
