সামসুদ্দিন তুহিন, টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ-প্রজন্ম হোক সমতার সকল নারীর অধিকার এ প্রতিপাদ্য কে সামনে রেখে মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ীতে আন্তজার্তিক নারী দিবস নানা কর্মসূচীর মাধ্যমে পালিত হয়েছে। রবিবার সকাল (৮ই মার্চ) সকাল ১০টা সময় উপজেলা পরিষদ এর সামনে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথ আয়োজনে উপজেলা পরিষদ ভবনের চত্বর থেকে শুরু করে টঙ্গীবাড়ী বাজার হয়ে পুনরায় উপজেলা পরিষদের চত্বরে এসে শেষ হয়। র্যালী শেষে উপজেলা পরিষদের অডিটরিয়ামে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ হাসিনা আাক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা উছেন মে, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাড. নাসিমা আক্তার, উপজেলা প্রকৌশলী শাহ মোয়াজ্জেম হোসেন , মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা আক্তার, প্রকল্প-বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মীর মাসুম, টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সাধারন সম্পাদক আবু বাক্কার মাঝি, বিদ্যালয়ের শিক্ষক আ: ছালাম, আসলাম, মৌসুমী আক্তার, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিজান খানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ ।
