শ্রীনগর(মুন্সীগঞ্জ)প্রতিনিধিঃ মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়নের শাপলা কিন্ডারগাটের্ন বার্ষিক প্রতিযোগিতা ও বনবোজন অনুষ্ঠিত হয়েছে। ২৯ ফেব্রুয়ারি শনিবার স্যার জি সি বোস কমপ্লেক্স এই অনুষ্ঠান সম্পুর্ন হয়। এ সময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠাতা মোঃ জামাল হোসেন, প্রাধান শিক্ষক মোঃ ওহিদুল ইসলাম, মোঃ সাজেদ্দুল আলম ওপেল, মোঃ শাধীন, মোঃ দিপু মিয়া, মোঃ মোস্তফিজুর রহমান জনেট, মোঃ সাইফুল ইসলাম শিপুসহ প্রমুখ।
Tags বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
Check Also
শ্রীনগরে করোনা মোকাবেলায় থানা পুলিশের মাস্ক বিতরণ
শ্রীনগরে করোনা মোকাবেলায় থানা পুলিশের মাস্ক বিতরণ মোহাম্মদ জাকির লস্কর: “মাস্ক পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ” …