শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলা কোলাপাড়া এলজিএসপি-০৩ কর্মসূচির আওতার অর্থ বছর :২০১৭-২০১৮ বাস্তাবান ২০১৯-২০২০ অর্থ বছর এর সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। ২৬ ফেব্রুয়ারি বুধবার সকাল ১০ টায় এই অনুষ্টান অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোলাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এম.মাহবুল্লাহ্ কিসমত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোলাপাড়া ইউপি চেয়ারম্যান হাজী নেছার উল্লাহ্ সুজন, সহ-সভাপতি বীর মুক্তিয়োদ্ধা ফখরুল আলম (রতন), সাধানর সম্পাদক শ্রী-গোপনী নাথ দাস, শ্রীনগর উপজেলা যুবলীগ সদস্য সাজেদ্দুল আলম ওপেল, যুবলীগের ইউনিয়ন সাংগঠিনিক মোস্তাফিজুর রহমান জনেট, ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক মোঃ অন্ত, শ্রীনগর সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মোঃ ওয়াসিম হায়দার, যুবলীগ ইউনিয়ন সহ-সভাপতি সোহেল মিয়া, সহ প্রমুখ।
Tags শ্রীনগরে সেলাই মেশিন বিতরণ
Check Also
মঠবাড়িয়া পৌর শহরের ১৬০০ মিটার সড়কের সংস্কার কাজ শীঘ্রই শুরু
মাহামুদুল হাসান (হিমু) মঠবাড়িয়া উপজেলা প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার প্রধান বেহাল সড়কটি অবশেষে সংস্কার হচ্ছে। …