শ্রীনগর(মুন্সীগঞ্জ)প্রতিনিধিঃ শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। বুধবার দুপুরে উপজেলার ষোলঘর বাজার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শ্রীনগর উপজেলা পরিষদের সামনে এসে মানববন্ধন করে। এসময় প্রতিবাদকারীরা উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারক লিপি প্রদান করেন। প্রতিবারকারীদের সাথে একাতœতা প্রকাশ করে অপপ্রচারের বিরুদ্ধে নিন্দা জ্ঞাপন করেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মশিউর রহমান মামুন।
বিক্ষোভে অংশগ্রহনকারীরা জানান, স্থানীয় এক যুবকের ছবির সাথে ষোলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আজিজুল ইসলামের ছবি জুড়ে দিয়ে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিরোনামে প্রকাশ করা হয়। প্রকাশিত বিষয়টি অনেকে ফেজবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড ও শেয়ারের মাধ্যমে দেশে বিদেশে ছড়িয়ে দিচ্ছে। বিক্ষোভকারীরা দাবী করেণ, আজিজুল ইসলামের সফলতায় ঈর্শান্বিত হয়ে তার প্রতিপক্ষের লোকজন একাজের সাথে জড়িত রয়েছে।
এব্যাপারে আজিজুল ইসলাম বলেন, যার সাথে আমার ছবি জুড়ে দেওয়া হয়েছে ওই যুবক মাদক ব্যবসার সাথে জড়িত কিনা তা আমার জানা নেই। আমাকে নিয়ে প্রকাশিত বিষয়টি আমাকে মর্মাহত করেছে। আমি শ্রীনগর প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এর প্রতিবাদ জানিয়েছি। এসময় ষোলঘর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ শাহজালাল ও ইউনিয়ন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। বিষয়টি নিয়ে প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Home / গ্রাম-গঞ্জ / শ্রীনগরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
Tags শ্রীনগরে ইউপি চেয়ারম্যানের ইট ভাটায় দিন দিন বেড়েই চলছে শিশু শ্রম
Check Also
নাগরপুরে ক্যাবল অপারেটরের মরদেহ ঝুলছিল বিদ্যুৎ এর খুটিতে
আনিসুজ্জামান জুয়েল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কোনড়া ইউনিয়নের পশ্চিম পাড়ায় পল্লী বিদ্যুৎ এর খুটিতে …