গত ২৫ ফেব্রুয়ারী মুন্সীগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক সভ্যতার আলো পত্রিকার পেছনের পাতায় সড়ক ও জনপদের খাল ভড়াট শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে। সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদের একাংশে আমাকে খালের সাথে জমির মালিক দাবী করে খাল দখলকারী হিসাবে উল্লেখ করা হয়েছে। যা আদৌ সত্য নয়। সংবাদে আমার বাবার নাম ও রাজনৈতিক পরিচয় দিয়ে সামাজিক ও রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে। প্রকৃতপক্ষে খালের সাথে আমার কোন জমি নেই। আমি কখনও খাল দখল করতে যাইনি। একটি মহল আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য সংবাদটি পরিবেশনে সহায়তা করেছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
মোঃ জসিম খালাসী
পিতাঃ শাহবুদ্দিন খালাসী
গ্রামঃ হাসাড়া
শ্রীনগর,মুন্সীগঞ্জ