খাগড়াছড়ি প্রতিনিধি:খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার আট টি ইটভাটাকে কাঠ পোড়ানো এবং নানা অনিয়মের অভিযোগে ৪ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। খাগড়াছড়ি জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার বেলা ২টার সময় রামগড় উপজেলার বিভিন্ন ইটভাটাগুলোতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন খাগড়াছড়ি জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট বাসুদেব কুমার মালো।
পরিবেশ অধিদপ্তরের আইন অনুযায়ী অবৈধ ভাবে কাঠ পোড়ানো, ত্রুটিপূর্ণ সিমনীর ব্যবহারসহ কয়েকটি অপরাধে ৮টি ইটভাটাকে ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়। জরিমানার এসব অর্থ সরকারি রাজস্ব কোষাগারে জমা দেওয়া হয়েছে।