শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে পুকুর থেকে অজ্ঞাত নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সকালের দিকে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের কুকুটিয়া গ্রামের উত্তর পাড়ার একটি পুকুরে ওই শিশুর মরদেহটি ভাসতে দেখেন এলাকাবাসী। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে শিশুর মরদেহটি উদ্ধার করেন। স্থানীয় ইউপি সদস্য মো. ইউনুছ খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কুকুটিয়ার উত্তর পাড়ার মোল্লা বাড়ির পুকুরে নবজাতক এক কন্যা শিশুর মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়া হয়। স্থানীয়দের ধরনা ভুমিষ্ট হওয়ার পরেই শিশুটিকে অন্যত্র থেকে নিয়ে এসে গোপনে কেউ এই পুকুরে ফেলে গেছে।
শ্রীনগর থানার ওসি (তদন্ত) মো.হেলাল উদ্দিনের কাছে এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন, খবর পেয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে এলাকাবাসীর সহযোগিতায় স্থানীয়ভাবে দাফন করা হয়েছে। অজ্ঞাত শিশুটির কোনও পরিচয় পাওয়া যায়নি।
Tags শ্রীনগরে পুকুর থেকে অজ্ঞাত নবজাতক শিশুর মরদেহ উদ্ধার
Check Also
ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার ধোপাবিলা গ্রামে …