তাজুল ইসলাম রাকীব, লৌহজং প্রতিনিধিঃ লৌহজংয়ের হাট নওপাড়া গ্রামের ইয়ানুছ শেখের মেয়ে শাহানা বেগম। জন্মগতভাবেই দুটি হাত প্রায় অকেজো। তিন কন্যা সন্তানের জননী। স্বামী আঃ কাদির ভান্ডারী কে নিয়ে নওপাড়া বাজারের উত্তর পাশে কালভার্টের সাথে দুটি চা পানের দোকান চালান। প্রতিবন্ধী ভাতায় আর দোকানের আয় দিয়ে সংসার কোনো রকমে চলে।তার পরও কারো কাছে হাতও পাতেন না। চেয়ারম্যান ও মেম্বারদের কাছ থেকে কোনো সাহায্য সহযোগিতা পান না। শাহানা বেগম বলেন,” বাজারের ভিতরে সরকারি কোনো জায়গায় চা দোকান করতে পারলে কিছুটা উপকার হইতো। “

dav