শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ শ্রীনগর উপজেলা কোলাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নাম ঘোষণা করা হইছে। ৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল ১১টা সময় ঢাকায় কলাবাগানে ত্রি- বার্ষিক সম্মেলনে তৃণমূলে মতামতে সভাপতি এম. মাহবুব উল্লাহ(কিছমত) ও সাধারণ সম্পাদক গোপীনার্থ দাস নাম ঘোষণা করা হয়। শ্রীনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুকুমার রঞ্জন ঘোষ সভাপতিত্বে শ্রীনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় আরও উপস্তিত ছিলেন কোলাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব হাজী নেছার উল্লাহ সুজন, শ্রীনগর উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক আতিকুর রহমান খান নান্নু, শ্রীনগর উপজেলা আওয়ামীলীগের সদস্য আলগির মাঝি , শ্রীনগর উপজেলা আওয়ামীলীগের সদস্য হাজী আঃ সালাম, শ্রীনগর উপজেলা আওয়ামীলীগের সদস্য শেখ মোঃ আজাহার প্রমুখ।
Tags শ্রীনগরে কোলাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কিছমত সাধারণ সম্পাদক গোপীনার্থ
Check Also
আসন্ন রাড়িখাল ইউপি নিবার্চনে চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন প্রত্যাশী বারী খান (বারেক)
মোহাম্মদ জাকির লস্কর : মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার রাড়িখাল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন …