শ্রীনগর(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ ‘সোনার বাংলায় মুজিব বর্ষে সমাজ কল্যাণ এগেিয় চলে” বয়স্ক ভাতা, বিধবাভাতা ও প্রতিবন্দী র্কম সৃচরি র্কাযক্রম। মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার শ্রীনগর ও শ্যামসিদ্দি ইউনিয়নের উম্মুক্ত পদ্ধতিতে ভাতাভোগী বাছাই কাজ শুরু করেছে শ্রীনগর উপজেলা সমাজসেবা অধিদফতর। ৩ ফেব্রুয়ারী সকাল ১১ টায় এই কার্যক্রম শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলার সমাজসেবা উপ পরিচালক মাঈন উদ্দিন সরকার, উপজেলা চেয়ারম্যান মসিউর রহমান মামুন, উপজেলা সমাজসেবা অফিসার মাফুজা পারভীন চৌধুরী, শ্রীনগর ইউনিয়নের চেয়ারম্যান মোখলেছুর রহমান সহ ইউনিয়নের মেম্বারগন। শ্যামসিদ্দি ইউনিয়নঃ- শ্যামসিদ্দি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রতন মিয়া, সচিবসহ ইউনিয়নের মেম্বার গন।
Tags শ্রীনগর ও শ্যামসিদ্দি ইউনিয়নের উন্মুক্ত পদ্ধতিতে ভাতা ভোগী বাছাই
Check Also
মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক নিহত
মানিকগঞ্জ প্রতিনিধি : ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের ঘিওর উপজেলার পাচুরিয়ায় বাস-ট্রাক সংর্ঘষে রাকিব হোসেন (২৩) নামে …