শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার কোলাপাড়া মাদ্রাসায় বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১ ফেব্রুয়ারী রাতে শ্রীনগর কোলাপাড়া মাঠে আখেরী মুনাজতের মাধ্যমে শেষ হয়। প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাচ্ছিরে কোরআন মাওঃ সায়্যেদ আস্জাদ মাদানী (দাঃবাঃ) দেওবন্দ ভারত।
প্রধান বক্তা মুফাচ্ছিরে কোরআন মাওঃ মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মুহতামিম ও শাইখুল হাদীস, ইসলামবাগ মাদ্রাসা ঢাকা। বিশেষ বক্তা মুফতী হামেদ জহিরী। সভাপতিত্ব করেন মাওঃ বাহাউদ্দিন যাকারিয়া। বক্তারা দুনিয়াতে শান্তি ও আখিরাতে মুক্তির জন্য কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়ার আহ্বান জানান।
Tags শ্রীনগরে কোলাপাড়া মাদ্রাসায় বার্ষিক ওয়াজ মাহফিল
Check Also
রামগড়ে শহীদ মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন কাদের বীরোত্তমের সমাধির উন্নয়ন করলেন পৌর কাউন্সিলর আহসান
রামগড়(খাগড়াছড়ি) প্রতিনিধি: রামগড়ে কেন্দ্রিয় কবরস্থানে অবস্থিত মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আফতাবুল কাদের বীর …