রামগড় প্রতিনিধি: সারা দেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস- ২০১৯ উদযাপিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বণির মধ্য দিয়ে বিজয় দিবসের কর্মসুচির সূচনা করে বিজয় ভাস্কর্যে পুস্পমাল্য অর্পনের মাধ্যমে মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রামগড় উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন,মুক্তিযোদ্ধা কমান্ড, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন।
পরে বেলা ৯টায় উপজেলার রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পুলিশ, আনছার, ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, অভিবাদন গ্রহণ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইসরাত এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ ত্রিপুরা
এসময় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি), অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ মোহাম্মদ ফরহাদ, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মোহাম্মদ আবদুল হান্নান, রামগড় পৌরসভার মেয়র কাজী শাহাজাহান রিপন, উপজেলা ও পৌর আওয়ামীলীগের সভাপতি -সম্পাদক, মুক্তিযোদ্ধা ও সাংবাদিক বৃন্দ।
এছাড়াও বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, খেলাধূলা, পুরস্কার বিতরণ, সরকারি হাসপাতালে রোগিদের বিশেষ খাদ্য বিতরণ, শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত করা হয়।