সামসুদ্দিন তুহিন, টংগিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি :-আজ জাতীয় মহান বিজয় দিবস ১৯৭১ সালের ২৫ মার্চ কালো রাত্রিতে পাকিস্তানি বাহিনী নিরহ ও নিরস্ত্র বাংঙ্গালী জাতীর উপর পাকিস্তানি বাহিনী কালোা রাত্রিতে যাপিয়ে পরেন। তখন বাংলার দামাল ছেলেরা মাতৃভূমি কে রক্ষার করার জন্য মুক্তিযোদ্ধে নাম লিখান। মাতৃভূমি কে বিজয় করতে ৯ মাসের যুদ্ধে আমাদের দিতে হয়।দুইলক্ষ মা বোনের ইজ্জত, ত্রিশ লক্ষ শহিদের রক্তের বিনিময় অজিত হয় আমাদের আজকের এই বিজয় দিবস আমরা পেয়েছি লাল সবুজের পতাকা, তাইতো আমরা তোমাদের ভুলবো না। এই বিজয়ের দিনে তোমাদের কে বছরে বছরে স্বরণ করতে, আমাদের এই শ্রদ্ধাঞ্জলী, নিরাপদ সড়ক চাই টংগিবাড়ী উপজেলা শাখা’র পক্ষথেকে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন, নিসচা টংগিবাড়ী উপজেলা শাখা’র প্রধান উপদেষ্টা ও মুন্সীগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণত সম্পাদক আলহাজ্ব শেখ লুফৎর রহমান, নিসচা উপদেষ্টা ও টংগিবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব জগলুল হালদার ভুতু, নিসচা কেন্দ্রীয় কমিটির কার্যকরী পরিষদ সদস্য ও নিসচা টংগিবাড়ী উপজেলা শাখা’র সভাপতি এম জামাল হোসেন মন্ডল, সোনারং টংগিবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মাঝি বেলায়েত হোসেন লিটন, টংগিবাড়ী উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি, মানিক মিয়া বাচ্চু মাঝী, ,দিঘির পাড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরিফ হালদার, টংগিবাড়ী উপজেলা সাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবুল বাসার, টংগিবাড়ী প্রেস ক্লাব সাধারন সম্পাদক আবু বাক্কার মাঝি , নিসচা টংগিবাড়ী উপজেলা শাখা’র কার্যকরী সদস্য মোঃ বাবুল শেখ, সামসুদ্দিন তুহিন, মোঃ আনোয়ারুল ইসলাম, প্রমুখ।
Tags মহান বিজয় দিবসে সকল বীর শহিদদের প্রতি নিসচা টংগিবাড়ী উপজেলা শাখা'র শ্রদ্ধাঞ্জলী
Check Also
খাগড়াছড়িতে জেলা স্বেচ্ছাসেবক দলের উপজেলা ও পৌর কমিটি গঠন কল্পে কর্মী সভা -২০২১ অনুষ্টিত
জেলা প্রতিনিধিঃ খাগড়াছড়িতে জেলা স্বেচ্ছাসেবক দলের আওতাধীন উপজেলা ও পৌরসভা কমিটি গঠনকল্পে কর্মী সভা ২০২১ …