শ্রীনগর(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাঁসাড়া কালী কিশোর স্কুল এন্ড কলেজ গভনিংবডি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে হাঁসাড়া কালী কিশোর স্কুল এন্ড কলেজ কক্ষে ভোট গ্রহণ শুরু করে বিকাল ৪টা পর্যন্ত ভোট চলে।
পরিচালনা পরিষদের নির্বাচনে প্রার্থী হিসেবে কলেজ শাখায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোঃ মহাসিন শেখ ও সংরক্ষিত মহিলা আসনটিতে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় পদটি শূন্য অবস্থায় আছে। এবং দাতা ক্যাটাগরি আবু সালেহ মোঃ,মুসা খান, শিক্ষক প্রতিনিধি পরিচালনা পরিষদের নির্বাচনে প্রার্থী হিসেবে স্কুল শাখায় ২ জন পুরুষ, ডাঃ মোঃ খোরশেদুর রহমান ৫৬৫ ভোট, মোঃ জাস্টিস খান ৪৩৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুরাইয়া আশরাফী জানন, সুষ্ঠুভাবে ভোট হয়েছে।
