মোঃ রুবেল ইসলাম তাহমিদ মুন্সীগঞ্জ মাওয়া থেকে ঃ মুন্সীগঞ্জের সদর উপজেলার দূর্গাবাড়ী এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩টি কারখানা থেকে ১কোটি ৪০লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ ও জাল উৎপাদনে সংশ্লিষ্ট ১০জনকে আটক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শিহাবুল আরিফ। বুধবার বিকালে জেলা প্রশাসনের উদ্যোগে ও জেলা মৎস্য অফিসের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় অভিযানে সানজানা, হাজারী ও রণি ফিলামেন্ট ইন্ডাস্ট্রিজ থেকে ১০৪ বস্তায় প্রায় ৫২ লক্ষ টাকা মূল্যের এসব কারেন্ট জাল জব্দ করা হয়। এছাড়া ৮০ বস্তায় প্রায় ১২০০ কেজি ৩লক্ষ টাকা মূল্যেও মনোফিলামেন্ট সুতা জব্দ করা হয়। এঘটনায় ৩টি কারখানাকে জরিমানা করা হয় ৫৫ হাজার টাকা।পরে সন্ধ্যায় উদ্ধাকৃত কারেন্ট জাল মুন্সীগঞ্জ শহর রক্ষা বাঁধের সামনে পুড়িয়ে ফেলা হয়।ভ্রাম্যমান আদালতের অভিযানে উপস্থিত ছিলেন জেলা মৎস্য অফিসার জনাব মোঃ জিল্লুর রহমান, সিনিয়র সহকারী পরিচালক জনাব সুনীল মন্ডল, সদরের সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ আবুল কালাম আজাদ, সদর থানা পুলিশের এসআই আইয়ুব আলী সহ সঙ্গীয় ফোর্স।
Tags মুন্সীগঞ্জে প্রায় দের কোটি মিটার কারেন্ট জাল জব্দ ৫৫ হাজার টাকা। জরিমানা
Check Also
আত্রাইয়ে আ’লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে আ’লীগের আয়োজনে আগামী ২৮ফেব্রুয়ারী উপজেলা আওয়ামী লীগের …