সামসুদ্দিন তুহিন (টংগিবাড়ী) মুন্সীগঞ্জ প্রতিনিধি :-মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও গুজব বিরোধী মতবিনিময় সভা এবং ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২রা ডিসেম্বর ) বিকাল ৩টা সময় টংগিবাড়ী থানা পুলিশ কর্তৃক আয়োজিত উক্ত ওপেন হাউজ ডে ও মতবিনিময় সভায় টংগিবাড়ী থানা অফিসার ইনচার্জ শাহ মোঃ আওলাদ হোসেন পিপিএম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ জায়েদুল আলম পিপিএম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক নবীন কুমার রায়,আব্দুল্লাপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম, হাসাইল বানাড়ী ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন হালদার, কে শিমুলিয়া ইউপি চেয়ারম্যান নুর হোসেন,আড়িয়ল ইউপি চেয়ারম্যান মোঃ দ্বীন ইসলাম শেখ, উপজেলা নিকাহ রেজিস্ট্রার সমিতি সভাপতি কাজী মোস্তাফিজুর রহমান, টংগিবাড়ী প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক আবু বাক্কার মাঝি।এছাড়াও আরও উপস্থিত ছিলেন টংগিবাড়ী প্রেসক্লাব এর সাংগঠনিক সম্পাদক সামসুদ্দিন তুহিন, দপ্তর সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, প্রচার সম্পাদক এবাদুল হাসানসহ উপজেলা কমিউনিটি পুলিশিং সদস্যদের পাশাপাশি উপজেলার বিভিন্ন পর্যায়ের শ্রেণি পেশার জনগণ।