মুন্সীগঞ্জ প্রতিনিধিঃমুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের খাসমহল বালচর চৈৗরাস্তায় অবস্থিত মাদীনাতুল ক্বওমী মাদ্রাসার প্রাথমিক ইবতেদীয়া শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত । গত শনিবার (১৬ নভেম্বর ) সকাল ১০টায় মাদ্রাসা অডিটোরিয়ামে মাদীনাতুল ক্বওমী মাদ্রাসার মুহতামীম মুফতী সারওয়া হুসাই বিক্রপুরীর সভাপতিত্বে নায়েবে মুহতামিম হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ আজিজীর সঞ্চলনায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর টংগী জামীয়া মাদীনাতুল উলুম মাদ্রাসার মুহতামিম মুফতী আব্দুলা বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবক মোঃ মীর হোসেন, হাজী শামছুল হক আলম , সাংবাদিক মোঃ মস্তফা, আরিফ হোসেন হারিছ। এ ছাড়াও
মাদ্রাসার ম্যনেজিং কমিটির সভাপতি ও সদস্যগণ , মাদীনাতুল ক্বওমী মাদ্রাসার সকল শিক্ষক, অভিভাবক, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সমাপনী ইবতেদীয়া শিক্ষা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেন প্রদান করেন।
উল্লেখ অত্র এলাকায় প্রথম খাসমহল বালচর চৈৗরাস্তায় অবস্থিত মাদীনাতুল ক্বওমী মাদ্রাসাই প্রাথমিক ইবতেদীয়া শিক্ষা সমাপনী পরীক্ষা দিয়ে আসছে । উক্ত পতিষ্ঠানের সার্বিক সহযোগীতায় রয়েছেন আকবরনগর গ্রামের মৃত জলিল মেম্বারের পুত্র সমাজ সেবক মোঃ মোক্তার হোসেন।