ইখতিয়ার উদ্দীন আজাদ, নওগাঁ প্রতিনিধি:নওগাঁর ধামইরহাটে শুভসংঘের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১১টায় উপজেলার তালঝারী আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ১১জন পিইসি পরীক্ষার্থী প্রত্যেককে লেখার বোর্ড, স্কেল, পেনসিল বক্স ও কলম প্রদান করা হয়।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ধামইরহাট,নওগাঁর প্রকৌশলী মো.আলী হোসেন এবং মালাহার গ্রামের সন্তান বাংলাদেশী বংশোভুত আমেরিকান নাগরিক মো.সাজ্জাদ হোসেন রাসেলের সার্বিক সহযোগিতায় এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চকময়রাম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস,এম খেলাল-ই-রব্বানী। এসময় উপস্থিত ছিলেন, জয়পুরহাট সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অশোক কুমার ঠাকুর, থানা যুবলীগের সভাপতি জাবিদ হোসেন মৃদু, শুভসংঘের প্রধান উপদেষ্টা সাংবাদিক হারুন আল রশীদ, প্রধান শিক্ষক রেজাউল ইসলাম বাচ্চু, সহকারি শিক্ষক দিপালী রাণী, মাসুদা আক্তার বানু, রুনা লায়লা, উম্মে সুরাইয়া, শুভসংঘের সভাপতি প্রভাষক আব্দুর রহিম, সম্পাদক আমজাদ হোসেন, আমেরিকা প্রবাসী সাজ্জাদ হোসেন রাসেল, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন সাগর, যুগ্ম সম্পাদক রেজুয়ান হোসেন, উন্নয়ন কর্মী আবু ইউসুফ, মিডিয়াকর্মী আকরামুল হক, সমাজসেবী লিটন প্রমুখ।
Tags নওগাঁর ধামইরহাটে শুভসংঘের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ
Check Also
খাগড়াছড়িতে জাপা’র চেয়ারম্যান জিএম কাদেরের জন্মদিন পালন
নূর মোহাম্মদ হৃদয়, জেলা প্রতিনিধিঃ খাগড়াছড়িতে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) এর …