ইখতিয়ার উদ্দীন আজাদ, নওগাঁ প্রতিনিধি:নওগাঁর পত্নীতলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫শ ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ অলোক কুমার সাহা (৩৫) নামক এক মাদক ব্যাবসায়ীকে হাতে-নাতে আটক করেছে জয়পুরহাট র্যাব-৫ এর একটি চৌকস দল। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে দিবর দিঘীর পূর্বপার্শ্ব হতে তাকে আটক করা হয়।
জয়পুরহাট র্যাব-৫ এর এএসপি এম এম মুহাইমিনুর রশিদ (পিপিএম) জানান, অলোক কুমার বিপুলাকার মাদকদ্রব্য বহন করে উপজেলার দিবর ইউনিয়নের দিবর গ্রামে বিক্রয় করতে আসবে মর্মে গোপন একটি সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫শ ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়।
আটককৃত অলোক কুমার সাহা পত্নীতলা উপজেলার পুঁইয়া গ্রামের অরুণ চন্দ্র সাহার পুত্র বলে জানা গেছে।
Tags নওগাঁয় র্যাবের অভিযানে ৫শ ৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
Check Also
নাগরপুরে ক্যাবল অপারেটরের মরদেহ ঝুলছিল বিদ্যুৎ এর খুটিতে
আনিসুজ্জামান জুয়েল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কোনড়া ইউনিয়নের পশ্চিম পাড়ায় পল্লী বিদ্যুৎ এর খুটিতে …