বিসমিল্লাহির রাহমানির রাহিম
অফিস সহকারী ও অফিস বয় পদ
(বিশ্ব মানবাধিকার রক্ষায় স্বীকৃত)
গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত (গভঃ রেজিঃ নং-এস-৯৯৫৫/০৯) ন্যাশনাল মানবাধিকার অপরাধ দমন সাংবাদিক সোসাইটি, জেলা কমিটি, মুন্সীগঞ্জ
প্রধান কার্যালয়ঃ দেউলভোগ স্বপ্নপুরী সিনেমা হল বিল্ডিং(২য় ও ৩য় তলা), শ্রীনগর, মুন্সীগঞ্জ এর জেলা কমিটির অফিস পরিচালনা করার জন্য ০১(এক) জন অভিজ্ঞ অফিস সহকারী ও ০১(এক) জন অফিস বয় আবশ্যক।
আগ্রহী প্রার্থীদের আগামী ২৫/১০/২০১৯ ইং তারিখের মধ্যে নিজ হাতে লেখা আবেদন, ০৪ কপি সদ্যতোলা পাসর্পোট সাইজ ছবি, জীবন বৃন্তান্ত, জাতীয় পরিচয় পত্র/জন্ম নিবন্ধন সনদ, শিক্ষাগত সার্টিফিকেটসহ আবেদন করার জন্য অনুরোধ করা হইল।
০১। অফিস সহকারী পদে ০১(এক) জন পুরুষ/মহিলা। শিক্ষাগত যোগ্যতা
এইচ.এস.সি/সমমান।
০২। অফিস বয় পদে ০১(এক) জন পুরুষ/মহিলা। শিক্ষাগত যোগ্যতা অষ্টম
শ্রেনী।
যোগাযোগ
ন্যাশনাল মানবাধিকার অপরাধ দমন সাংবাদিক সোসাইটি, জেলা
কমিটি, মুন্সীগঞ্জ এর প্রধান কার্যালয়ঃ দেউলভোগ স্বপ্নপুরী সিনেমা
হল বিল্ডিং(২য় ও ৩য় তলা),শ্রীনগর, মুন্সীগঞ্জ।