শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ অক্টোবর সোমবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এ সভায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ তোফাজ্জল হোসেন, ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, শ্রীনগর থানার ওসি (তদন্ত) মোঃ হেলাল উদ্দিন, পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মোঃ মিজানুর রহমান, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন। এছাড়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গুল রওশান ফেরদৌস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুরাইয়া আশ্রাফি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক হারুন-উর-রশিদ, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম মামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু হানিফা মোহাম্মদ নোমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক নিশাত সিকদার প্রমুখ। আইনশৃঙ্খলা কমিটির সভায় উক্ত বিষয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা, অবৈধভাবে মা ইলিশ ধরা ও ক্রয়-বিক্রয় সংক্রান্ত আলোচনা, শ্রীনগর সরকারি সুফিয়া এ হাই খান বালিকা উ্চি বিদ্যালয়ের সামনে অবৈধ অটো রিকশা স্ট্যান্ড ও বিদ্যালয়ের মূল ফটকের সামনে ময়লা আবর্জনা ফেলা নিয়ে জোরালো প্রতিবাদ, বিভিন্ন পত্র-পত্রিকায় অনিয়ম ও দুর্নীতির বিষয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে ব্যাখা বিশ্লেষণ, মাদকসহ ইত্যাদি বিষয়ে সভায় গুরুত্বের সাথে আলোচনায় উঠে আসে। এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।
