শ্রীনগর(মুন্সীগঞ্জ)প্রতিনিধিঃ ‘নিয়ম মেনে অবকাঠামো গড়ি, জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করি’ এ শ্লেগানকে সামনে রেখে শ্রীনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার সকালে কালেক্টরেট চত্বর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হাসিনা নার্গিস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আইমিন সুলতানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ গুলরাওশান ফেরদৌস, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আব্দুল বাকী, ষ্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা, দুর্যোগ মোকাবেলায় নিয়ম মেনে অবকাঠানো নির্মাণ ও সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।
Tags শ্রীনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত