মুন্সীগঞ্জ সংবাদদাতাঃ- মুন্সিগঞ্জে র্যাবের অভিযানে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার-১। রবিবার সকাল ৯: ৫৫ সময় গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ জেলার সদর থানাধীন সিপাহীপাড়া বাজারস্থ যাত্রী ছাউনীর সামনে পাকা রাস্তার উপর কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রির উদ্দেশ্যে অবস্থান করিতেছে। এরুপ তথ্যের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-১ এর কমান্ডার পুলিশ সুপার মোঃ এনায়েত হোসেন মান্নান এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল আনুমানিক ১০.৪৫ ঘটিকার সময় উল্লেখিত ঘটনা স্থলে অভিযান পরিচালনা করলে নিম্মলিখিত মাদক ব্যবসায়ীকে ইয়াবা সহ গ্রেফতার করা হয়। তাইফুর রহমান (২৭), পিতা- মোঃ সাদেকুল ইসলাম, সাং- চুনাখালি ঘটিপাড়া, থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা- চাঁপাইনবাবগঞ্জ। উদ্ধারকৃত মালামাল- ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট। মাদক বিক্রির নগদ ১০০০/- টাকা। মাদক বিক্রির কাজে ব্যবহৃত মোবাইল সেট ০১টি। উক্ত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মুন্সিগঞ্জ জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।
Tags মুন্সীগঞ্জে ৭০০ পিস ইয়াবাসহ গ্রেফতার- ১
Check Also
পাটুরিয়ায় ট্রাক নদীতে, চালক নিহত
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে পাটুরিয়ায় পন্যবাহী ট্রাক ফেরিতে প উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক …