শ্রীনগর(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়নের দক্ষিন পাইকশা গ্রামের মোঃ ইউনুচ আলী (৫০) সম্পত্তি দখল করে জোড় পূর্বক দোকান ঘর নির্মানের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ইউনুচ আলী(৫০) অভিযোগ করেন বলেন, দক্ষিন পাইকশা মৌজাস্থিত ৪৮৮ খতিয়ানভুক্ত আর.এস ১১২৮ দাগের ১৪ শতাংশ সম্পতি হতে ভুক্তভোগী ইউনুচ আলী লীজ সূত্রে মালিক। ভুক্তভোগী ইউনুচ আলী উক্ত সম্পত্তি দখলদার বিদ্যমান থাকাবস্থায় প্রতিবেশী শহিদুল (৪০) অহিদুল(৩৫) সাইদুল(৩০) তার লোকজন নিয়ে ঐ সম্পত্তি জোড়পূর্বক দখল করে।
সরেজমিন গিয়ে জানা যায়, শহিদুল জোর পূর্বক একটি দোকান ঘর নির্মান করে। সাংবাদিক গেলে বিভিন্ন প্রকার অজুহাত দেখায়। তারা কোন সাংবাদিকদের কাগজ পত্র দেখাতে পারে নাই। এব্যাপারে বিজ্ঞ সিনিয়ার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে সিআর মামলা আছে। যাহার নং ১১৩/১৬।
এই সংক্রান্তে কোলাপাড়া ইউপি চেয়ারম্যান হাজী নেছার উল্লাহ সুজন বলেন, আপনাদের মাধ্যেমে জানতে পারলাম। আমি এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছি।